উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করলো হিজবুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৪, ২৩:২৫
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননের একটি হাসপাতালের বাইরে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা করে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার সকালে দক্ষিণ লেবাননের বিনতে জাবালে শহিদ সালাহ গান্দু হাসপাতালকে লক্ষ করে হামলা চালিয়েছে ইসরাইল। এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলে ডজনখানেক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, উত্তর ইসরাইলে বিমান হামলায় সাইরেন বেজে ওঠে।
এর আগে, লেবাননের রাষ্ট্র-চালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) রোববার জানিয়েছিল, ইসরাইলের ড্রোন হামলায় বিনতে জাবালে শহিদ সালাহ গান্দু হাসপাতালের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আরো কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, গত৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পরদিন থেকে হিজবুল্লাহ ইসরাইলের সাথে নিয়মিত আন্তঃসীমান্ত গুলি চালাচ্ছে।
সূত্র : আল জাজিরা