ইসরাইলি বিমান ভূপাতিত করতে রাশিয়ান-ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে হিজবুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৪, ২৩:১৭
ইসরাইলি বিমান ভূপাতিত করতে রাশিয়ান-ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে হিজবুল্লাহ। সোমবার কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল জারিদার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরাইলি বিমান ভূপাতিত করতে রাশিয়ান-ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছে। তারা উত্তরে ইসরাইলের বিরুদ্ধে তাদের তৎপরতা কমাতে চায় না।
সূত্রটি আরো জানিয়েছে, সংগঠনটি গাজা উপত্যকায় যুদ্ধ যতদিন চলতে থাকবে ততদিন যুদ্ধ চালিয়ে যেতে চায়। তারা নিশ্চিত যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের উপর চাপ বাড়তে থাকবে।
আল জারিদা আরো জানিয়েছে, হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইসরাইলের জন্য চমক তৈরি করছিল।
সূত্র : জেরুসালেম পোস্ট