তেল আবিবে হামাসের রকেট হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ১৭:২৯, আপডেট: ২৬ মে ২০২৪, ২০:৩৯
ইসরাইলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার (২৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী মধ্য ইসরাইলের তেল আবিবে সাইরেন বাজিয়ে সম্ভাব্য আগত রকেটের সতর্কবার্তা দিয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড একটি বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা ইসরাইলি শহরে একটি বড় ক্ষেপণাস্ত্র ব্যারেজ দিয়ে বোমাবর্ষণ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তেল আবিব এলাকায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা