১৭ জুন ২০২৪
`

আইসিজের রায়কে স্বাগত জানালো হামাস

- ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (২৪ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালত রাফায় ইসরাইলি অভিযান বন্ধের রায় দিয়েছে। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। তবে দলটি বলেছে, ইসরাইলি বাহিনী ‍পুরো উপত্যকাজুড়েই গণহত্যা চালাচ্ছে। তাই পুরো উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন।

এ সময় তারা পুরো উপত্যকাজুড়ে সামরিক অভিযান বন্ধ করার রায় দেয়ার জন্য আশাবাদও ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘জাবালিয়া এবং স্ট্রিপের অন্যান্য অঞ্চলে যা ঘটছে, তা রাফার চেয়ে কম অপরাধমূলক এবং বিপজ্জনক নয়।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসঙ্ঘকে এই সিদ্ধান্ত অবিলম্বে মেনে চলার জন্য দখলদারদের উপর চাপ দেয়ার আহ্বান জানাই। এতে ইহুদিবাদী দখলদার বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করতে বাধ্য হবে। যা গত সাত মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement