মাত্র ১৩ দিনে ৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মে ২০২৪, ১৭:৪২
মাত্র ১৩ দিনে নয় লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (২৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে থেকে ১৮ মে পর্যন্ত ১৩ দিনে রাফা থেকে প্রায় ৮ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে আরো প্রায় ১ লাখ মানুষ। সব মিলিয়ে এই সময়ের মধ্যে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, চলতি মাসের শুরুতে রাফায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ওই সময় তারা রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দেয়। মূলত রাফায় চলমান ভয়াবহ যুদ্ধের কারণে প্রাণ বাঁচাতে শহরটির বাসিন্দা এবং আগে থেকে আশ্রয় নেয়া গাজার অন্য অঞ্চলের বাসিন্দারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা