রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান হানিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ মে ২০২৪, ১৫:৫০, আপডেট: ২২ মে ২০২৪, ১৬:১২
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাইসির জানাজায় বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে, গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে তেহরানে প্রেসিডেন্ট রাইসির সাথে আমি সাক্ষাত করেছিলাম। তখন প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ফিলিস্তিন ইস্যুটি বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
হানিয়া বলেন, ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে।
এ সময় গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় জায়নবাদী সত্ত্বার হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা