১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধ্য গাজায় ইসরাইলি সেনাদের হত্যার দাবি কুদস ব্রিগেডের

মধ্য গাজায় ইসরাইলি সেনাদের হত্যার দাবি কুদস ব্রিগেডের - ছবি : আনাদোলু এজেন্সি

ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা মধ্য গাজায় ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরাইলি সৈন্যদের একটি দলের উপর বোমা হামলা করেছে।

মঙ্গলবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, এ হামলার পর নিহত ও আহত সেনাদের একটি হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়েছে।

গোষ্ঠীটি আরো জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ইসরাইলি সৈন্য ও কয়েকটি যানবাহনে গোলা বর্ষণ করেছে। তবে এ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement