গাজায় ইসরাইলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ করছে : ইসরাইলি কমান্ডার
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ১৯:৫৮
ইসরাইলের এক রিজার্ভ কমান্ডার জেনারেল গাদি শামনি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী গাজায় সর্বাত্মক যুদ্ধ করছে। তবে এটা ঠিক যে ইসরাইলের নির্ধারিত লক্ষ্য অর্জন করা সহজ নয়।
মারিভ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাত্কারে শামনি বলেন, গাজা উপত্যকা থেকে সকল বন্দীকে ফিরিয়ে আনা কঠিন। তবে এটা ঠিক যে চলমান যুদ্ধে হামাস খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু সামরিকভাবে তাকে নির্মূল যাবে না।
তিনি আরো বলেন, ‘তবে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইসরাইলের যে অজেয় ভাবমূর্তি ছিল, তাতে ধ্বস নেমেছে। ৭ অক্টোবরের হামলার আগ পর্যন্ত ইসরাইল একটি আঞ্চলিক শক্তি ছিল। কিন্তু ওই ভাবমূর্তি এখন আর অবশিষ্ট নেই।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী আমেরিকা ও ইউরোপীয়দের সমর্থনে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। তারা যুদ্ধ বিমানের সাহায্যে হাসপাতাল, আবাসিক ভবন এবং বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িঘরগুলো বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪৫০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ৭৯ হাজার ৪৭০ জনেরও বেশি আহত হয়েছে। আরো ১ দশমিক ৭ মিলিয়নকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা