১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যান্টজের কথা মানলে হারবে ইসরাইল : নেতানিয়াহু

বামে নেতানিয়াহু, ডানে গ্যান্টজ - ছবি : সংগৃহীত

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের কথা মানলে ইসরাইল হারবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, বেনি গ্যান্টজ যে শর্তগুলো দিয়েছেন, এর অর্থ হলো যুদ্ধের পরিসমাপ্তি, বেশিরভাগ বন্দীদের পরিত্যাগ, হামাসকে অক্ষত রেখে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিশেষে ইসরাইলের পরাজয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি গণমাধ্যম হারেৎজ পত্রিকা বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্য উল্লেখ করেচে।

এর আগে একটি সংবাদ সম্মেলনে গ্যান্টজ বলেছিলেন, তিনি ৮ জুনের মধ্যে গাজা নিয়ে তার দেশের সরকারের যুদ্ধপরবর্তী পরিকল্পনা জানতে চান। যদি এই সময়ের পরিকল্পনা প্রকাশ করা না হয়, তবে রক্ষণশীল প্রধানমন্ত্রীর জরুরি সরকার থেকে তার দলকে প্রত্যাহার করে নেবেন।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টজ ইসরাইলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ৬ দফা পরিকল্পনায় সম্মতি দিতেও আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement