১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা থেকে ইসরাইলের চতুর্থ লাশ উদ্ধার

গাজা থেকে ইসরাইলের তিন বন্দীর পর বিনয়ামিনের লাশ উদ্ধার - সংগৃহীত

ফিলিস্তিনের গাজা থেকে হামাসের হাতে বন্দী ৩ জনের লাশ উদ্ধারের এক দিন পর ইসরাইল নিরাপত্তা সংস্থা (আইডিএফ) রন বিনয়ামিন নামে আরো একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে।

রোববার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ শনিবার নিশ্চিত করেছে, রন বিনয়ামিন নামে এক ব্যক্তির (৫২) লাশ গাজা থেকে উদ্ধার করা হয়েছে। রন বিনয়ামিন ৭ অক্টোবর হামাসের হাতে নিহতের পর থেকে সেখানে বন্দী ছিলেন বলে তারা জানিয়েছে।

ড্যানিয়েল হাগারি নামে আইডিএফের এক মুখপাত্র ঘোষণা করেছেন, শুক্রবার অন্য তিন বন্দীর লাশ উদ্ধারের সাথে সাথে বিনয়ামিনের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে পরিবারের শনাক্তকরণ এবং বিজ্ঞপ্তির প্রক্রিয়ার জন্য আরো বেশি সময় চলে যায়।

হাগারি বলেন, ‘আমাদের কাছে থাকা যাচাইকৃত বুদ্ধিমত্তার ভিত্তিতে রন বিনয়ামিনকে মেফালসিম মোড়ে ৭ অক্টোবরের গণহত্যার সময় হত্যা করা হয়েছিল এবং হামাস সদস্যরা তার লাশ জব্দ করে গাজায় নিয়ে এসেছিল।’

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরো ৭৯ হাজার ২৬১ ফিলিস্তিনি।
সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement