১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানি পার্লামেন্টের ফিরতি নির্বাচনে রক্ষণশীলদের জয়

তেহরানের একটি ভোট কেন্দ্রে এক ইরানি পুরুষ ভোট দিচ্ছে - ফাইল ছবি

ইরানের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে যে সেখানকার ফিরতি নির্বাচনে পার্লামেন্টের অবশিষ্ট আসনের বেশিভাগেই রক্ষণশীলরা জয়লাভ করেছে। এর ফলে পার্লামেন্টের ওপর তাদের নিয়ন্ত্রণ আরো জোরালো হলো। তবে তারা ভোটার উপস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এসোসিয়েটডে প্রেসের হিসাব অনুযায়ী এই নির্বাচন এবং মার্চ মাসে তার আগের নির্বাচনের ফলাফল মিলিয়ে ইরানের পার্লামেন্টের মোট ২৯০টি আসনের মধ্যে রক্ষণশীলেরা ২৩৩টি আসন লাভ করল।

শুক্রবার রাতে ভোট গ্রহণ শেষ হলে গণনা শুরু হয় এবং পরের দিন নির্বাচনী কর্তৃপক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি শনিবার বলেন, নির্বাচনে অংশগ্রহণ ছিল ভালো। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

তিনি বলেন, 'নির্বাচিত সকলেই ভালো এবং গ্রহণযোগ্য' সংখ্যক ভোট পেয়েছেন।

ফলাফলটিকে সাংবিধানিক নজরদারি সংস্থার অনুমোদন পেতে হবে । আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ নাগাদ তা সম্পন্ন হবে। নতুন পার্লামেন্ট ২৭ মে থেকে তার দায়িত্ব পালন করবে।

দেশ পরিচালনার ক্ষেত্রে ইরানে পার্লামেন্ট প্রধান ভূমিকা পালন করেন না। তবে বার্ষিক বাজেটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে। তবে রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত নিতে পারেন কেবল মাত্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মার্চ মাসের নির্বাচনে আড়াই কোটি ভোট পড়ে এবং ভোট দাতার সংখ্যা ছিল ৪১% যা ১৯৯০ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ছিল ভোটদাতার সর্বনিম্ন সংখ্যা।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা

সকল