কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ১৪:৩৩
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে কায়রোতে ইসরাইলের প্রতিনিধিদল পাঠানোর দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলের প্রধান লাপিদ।
রোববার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়ার লাপিদ শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে একটি চুক্তি চূড়ান্ত করতে কায়রোতে আলোচনা করতে প্রতিনিধিদল পাঠানোর দাবি জানিয়েছেন।
ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ লাপিদকে উদ্ধৃত করে বলেছে, ‘নেতানিয়াহুর উচিত আজ রাতে কায়রোতে আলোচনাকারী প্রতিনিধি দল পাঠানো।’
তিনি আরো বলেন, আলোচনাকারী প্রতিনিধি দল অবশ্যই একটি চুক্তি এবং বন্দীদের মুক্তি না দিয়ে ফিরে আসবে না।
লাপিদ আরো বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানো এবং বন্দীদের মুক্তি ছাড়া বিজয় বলে কিছু নেই।’
এর আগে শনিবার, দেশটির আলোচনাকারী দলকে কায়রোতে পাঠানোর বিষয়ে ইসরাইলি মিডিয়ায় নেতানিয়াহুর পরস্পরবিরোধী প্রতিবেদন প্রচারিত হয়েছিল।
এদিকে তেল আবিব মনে করে, গাজায় ১৩৪ ইসরাইলি বন্দী রয়েছে, যখন ইসরাইল তার জেলে প্রায় ৯ হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের চলমান এ হামলায় ৩৪ হাজার ৬২২ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : আনাদোলু
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা