পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ১৪:১৬
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শনিবার অধিকৃত পশ্চিম তীরে ১২ ঘণ্টা অবরোধের সময় একটি ভবনে পাঁচ ফিলিস্তিনকে হত্যা করেছে সেনারা।
হামাসের সশস্ত্র শাখা, ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড তাদের তুলকারেম প্রধান আলা আদিবসহ তিন যোদ্ধার মৃত্যুর খবর দিয়েছে।
এএফপি’র একজন ফটোগ্রাফার তুলকারেমের শহরের উত্তরে দেইর আল-ঘুসুন গ্রামে সেনা মোতায়েন দেখেছেন।
ফটোগ্রাফার রিপোর্ট করেছেন, সৈন্যরা একটি ভবন সমতল করার জন্য বুলডোজার মোতায়েন করেছিল এবং ধ্বংসস্তুপ থেকে কমপক্ষে একটি লাশ বের করেছিল।
সেনাবাহিনী এবং শিন বেত নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরাইলি বাহিনী ‘তুলকারেম এলাকায় ১২ ঘণ্টার ব্যাপক দমন অভিযানে নিযুক্ত ছিল।’
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সৈন্যরা ‘প্রতিরোধ সেলকে ধ্বংস’ করার জন্য গ্রামে প্রবেশ করার পরে তারা গুলি চালায় এবং কাঁধ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র’ দিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছিল।
সেনারা বাড়িটি ভেঙে ফেলতে যাওয়ার আগে একটি সেনা ড্রোন ভবনটিতে দু’বার আঘাত হেনেছিল।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘পাঁচজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং যুদ্ধাস্ত্র জব্দ করার মধ্য দিয়ে সংঘর্ষ শেষ হয়েছে।’
এতে বলা হয়েছে, অভিযানে ইসরাইলের সীমান্ত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সদস্য আহত হয়েছেন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪,৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা