রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা সৌদি আরবের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৪, ১৪:১৬
রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, হজের নতুন প্রবিধানে মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সৌদি নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি গ্রহণকে বাধ্যতামূলক করা হবে। এই প্রবিধানটি শনিবার (৪ মে) থেকে কার্যকর হবে।
বিবৃতিতে জোর দেয়া হয়েছে, মক্কার প্রবেশপথে থাকা চেকপয়েন্টগুলোতে সৌদি নিরাপত্তা কর্মীরা যথাযথ অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন এসব বিধান-প্রবিধানের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ, তাদের নিরাপত্তাকে সুসংহত করাই কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য।
সূত্র : মিডল ইস্ট মনিটর