১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফায় ইসরাইলের আগ্রাসনে হাজারো প্রাণহানির ঝুঁকি রয়েছে : জাতিসঙ্ঘ

রাফায় ইসরাইলের আগ্রাসনে হাজারো প্রাণহানির ঝুঁকি রয়েছে : জাতিসঙ্ঘ - সংগৃহীত

জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইল যদি সামরিক হামলা চালায় তাহলে হাজার হাজার মানুষ ‘মৃত্যুর আসন্ন ঝুঁকিতে’ থাকবে।

সীমান্ত শহরটি মানবিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এই অংশে অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, যেখানে ঘনবসতিপূর্ণ তাঁবু রয়েছে।

শুক্রবার রাতে রাফাহয়ে ইসরাইলি বিমান হামলায় ৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু।

বাইডেন প্রশাসন বলছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরাইল 'বিশ্বাসযোগ্য' পরিকল্পনা না দিলে তারা রাফাহ আক্রমণের বিরোধিতা করবে। উল্লেখ্য, ইসরাইলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে বাইডেন প্রশাসন।

ইসরাইল-হামাস যুদ্ধের কারণে গাজার ২৩ লাখ জনসংখ্যার ৮০ শতাংশ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে এবং বেশ কয়েকটি শহর ও নগরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গাজায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement