বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর : জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ১৬:৩২
বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। শুক্রবার (৩ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টানা সাত মাসের আগ্রাসনে গাজা উপত্যকার বিলিয়ন ডলার ক্ষতি করেছে ইসরাইল। এই আগ্রাসনে অন্তত ৮০ হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এসব আবাসন ইউনিট পুনর্নিমাণে ৮০ বছর সময় লাগতে পারে।
ইউএনডিপির প্রশাসক অ্যাচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, মানুষের ক্ষতির অকল্পনীয় মাত্রা, পুঁজির বরবাদি এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি একটি গুরুতর উন্নয়ন সঙ্কট তৈরি করবে। এটি আগামী প্রজন্মের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সঙ্ঘাতে গাজায় প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়াও ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৫৯৬ জন ফিলিস্তিনি।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা