১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের

- ছবি : আনাদুলু এজেন্সি

যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ বিবেচনার জন্য হামাসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ক্যামেরন। সোমবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরন বলেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের কাছে একটি টেকসই ও উদার প্রস্তাব রেখেছে ইসরাইল। তারা বলেছে, হামাস ইসরাইলি বন্দীদের মুক্তি দিতে রাজি হলে ৪০ দিনের যুদ্ধবিরতি হতে পারে। এর মধ্য দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির দ্বারা উন্মোচিত হবে।

তিনি আরো বলেন, ‘আমি আশা করি যে হামাস ইসরাইলের এই প্রস্তাব গ্রহণ করবে।’ এ সময় ইসরাইলি বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতির ইস্যুতে হামাস বারবার বলেছে যে তারা এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়। কিন্তু ইসরাইলের প্রস্তাবে তাদের এই দাবিটি বরাবরই উপেক্ষিত থেকে গেছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement