গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে : সৌদি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ২৩:০২
গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ।
তিনি বলেন, গাজার পরিস্থিতি সবার কাছেই স্পষ্ট। সেখানে ইসরাইলের প্রতিটি পদক্ষেপে মানবাধিকার বিপন্ন হচ্ছে। কিন্তু এই নিরসন করতে না পারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা।
রোববার (২৮ এপ্রিল) সৌদি আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের প্রথম দিনে এমন মন্তব্য করেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে আমাদের প্রত্যেকের স্বার্থ আছে। স্বার্থ আছে ফিলিস্তিনিদের, ইসরাইলিদের এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের। সেজন্য এই সঙ্কট নিরসনের জন্য আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।
সূত্র : আল জাজিরা