‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৫
রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার মর্টার এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ‘নেটজারিম করিডোরে’ কর্মরত ইসরাইলি বাহিনীর গতিবিধি দেখে এমনটিই ধারণা করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) এই দুই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, রাফায় হামলা চালানোর জন্য ইসরাইলের প্রধান পদাতিক ব্রিগেড নাহালকে করিডোর এলাকায় অপারেশনের দায়িত্ব দেয়া হয়েছে। করিডোর এলাকা হলো ইসরাইল নির্মিত ৬ দশমিক ৫ বিস্তৃত পথ, যা গাজা স্ট্রিপকে দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করে।
ইসরাইলি সেনাবাহিনীর রেডিও অনুসারে, নাহাল ব্রিগেড রাফায় ইসরাইলি অভিযানের জন্য প্রস্তুত হতে বিশ্রাম নেবে।
এছাড়া বৃহস্পতিবার আল-আকসা শহীদ ব্রিগেড এবং হামাস করিডোর এলাকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মর্টার ব্যবহার করে হামলার অভিযোগ রয়েছে। সেখানে একটি ইসরাইলি জেট ফাইটার থেকে একটি ডাড এফ-১৬ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ করা হয়েছে।
সূত্র : আল জাজিরা