১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনীর প্রকাশ করা এই ছবিতে গাজায় ইসরাইলি সেনাদের তৎপরতা দেখা যাচ্ছে - ছবি : সংগৃহীত

ইসরাইলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, গাজা ভূখণ্ডে তারা দুটি রিজার্ভ ব্রিগেড ডিভিশন মোতায়েন করছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আগ্রাসনের প্রস্তুতি শুরু করেছে তারা ।

সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, ব্রিগেডগুলো 'প্রতিরক্ষামূলক এবং কৌশলগত মিশন' পরিচালনা করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে রাফায় অভিযান জরুরি বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র, জাতিসঙ্ঘ এবং অন্যরা স্থল আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, রাফায় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে এই আক্রমণ। ইসরাইলের আদেশে অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেয়ায় এবং লড়াইয়ের জায়গা থেকে পালিয়ে গাজার অর্ধেকেরও বেশি লোকজন এখানে আশ্রয় নিয়েছে।

বুধবার ইসরাইলি যুদ্ধবিমানগুলো গত এক দিনে গাজার ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতেও ইসরাইল হামলা চালিয়েছে।

ইসরাইলি হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে তাদের প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫০ জনকে বন্দী হয়। হামাসের হাতে এখনো প্রায় ১০০ বন্দি এবং ৩০ জনের দেহাবশেষ রয়েছে।

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামাসকে নির্মূল করার অভিযানে নামার পর থেকে ইসরাইলের আক্রমণে কমপক্ষে ৩৪,১৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭,০০০-এরও বেশি আহত হয়েছে। নিহতদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

ইসরাইলি সেনাবাহিনীর ২০২৩ সালের ১৫ নভেম্বর প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে গাজা সিটির আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের সময় সেনাদের দেখা যাচ্ছে

প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন ইসরাইলকে ২৬ শ' কোটি ডলারের যুদ্ধকালীন সহায়তা প্রদানের প্যাকেজে স্বাক্ষর করেছেন, ওই দিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক প্যানেল ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর স্থগিত করার আহ্বান জানান। তারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের ধারাবাহিক প্যাটার্ন'- এর অভিযোগ করেছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টাস্কফোর্স অন দ্য অ্যাপ্লিকেশন অব ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম-২০ (এনএসএম-২০) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এই আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা এনএসএম-২০ মেমোতে এই আশ্বাস দেয়া হয়েছিল।

ইসরাইলের যুদ্ধ পরিচালনার সোচ্চার সমালোচক আছে, এমন এই ভলান্টিয়ার গোষ্ঠী বলেছে, তারা আল মাঘাজি শরণার্থী শিবির এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আইডিএফের বিমান হামলাসহ হাজার হাজার ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করেছে। এই দুই হামলায় যথাক্রমে ৬৮ এবং ৩৯ জন নিহত হয়েছিল। গাজার মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আইডিএফের হামলায় ৫৪ শিশুসহ কমপক্ষে ১০৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উপসংহারে গ্রুপটি বলেছে, আইডিএফ-এর বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপসহ মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল