ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৪
ইসরাইলি সেনাবাহিনীর ২০২৩ সালের ১৫ নভেম্বর প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে গাজা সিটির আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের সময় সেনাদের দেখা যাচ্ছে
প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন ইসরাইলকে ২৬ শ' কোটি ডলারের যুদ্ধকালীন সহায়তা প্রদানের প্যাকেজে স্বাক্ষর করেছেন, ওই দিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক প্যানেল ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর স্থগিত করার আহ্বান জানান। তারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের ধারাবাহিক প্যাটার্ন'- এর অভিযোগ করেছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টাস্কফোর্স অন দ্য অ্যাপ্লিকেশন অব ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম-২০ (এনএসএম-২০) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এই আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা এনএসএম-২০ মেমোতে এই আশ্বাস দেয়া হয়েছিল।
ইসরাইলের যুদ্ধ পরিচালনার সোচ্চার সমালোচক আছে, এমন এই ভলান্টিয়ার গোষ্ঠী বলেছে, তারা আল মাঘাজি শরণার্থী শিবির এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আইডিএফের বিমান হামলাসহ হাজার হাজার ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করেছে। এই দুই হামলায় যথাক্রমে ৬৮ এবং ৩৯ জন নিহত হয়েছিল। গাজার মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আইডিএফের হামলায় ৫৪ শিশুসহ কমপক্ষে ১০৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপসংহারে গ্রুপটি বলেছে, আইডিএফ-এর বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপসহ মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা