১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ - ছবি : আনাদুলু এজেন্সি

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর দুই হাজার ফিলিস্তিনি নিখোঁজ বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয়েছে, মিডিয়ার সাথে কথা বলার সময় বাসাল জানান, ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর খান ইউনিসে গণকবরে দেড় শতাধিক লাশ পাওয়া গেছে। এছাড়া আরো অর্ধ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে।

তিনি নিখোঁজদের সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া অনেককে কবরের চিহ্ন ছাড়াই সমাধিস্থ করা হয়েছে।

বাসাল বলেন, ইসরাইলিরা তাদের কূটকৌশলের অংশ হিসাবে ফিলিস্তিনিদের জোরপূর্বক গুম করে। তারা প্রায়ই বুলডোজার দিয়ে লাশগুলো মিশিয়ে দেয়ার চেষ্টা করে। এরপর পিছু হটার আগে কবরগুলোও গুঁড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, গণকবরে পাওয়া লাশের মধ্যে বেশিরভাগই নারী ও শিশুর লাশ।

বাসাল জানান, নিহতদের মধ্যে অনেককে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। তাদের পরিচয় জানা যায়নি। কারণ তাদের লাশ শনাক্ত করার আগেই পঁচে গেছে। নতুন এবং পূর্বে অদেখা অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অনেকে লাশকে ভস্মিভূত করে দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

বাসাল আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই গুরুতর লঙ্ঘনগুলো তদন্ত করার এবং এই আক্রমণগুলোতে ব্যবহৃত অস্ত্রের ধরণগুলো চিহ্নিত করারও আহ্বান জানান।

টানা ১৯৮তম দিনের জন্য ইসরাইলি বাহিনী গাজা স্ট্রিপের বিরুদ্ধে তার আগ্রাসন অব্যাহত রেখেছে। তাদের আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। এছাড়াও ৩৪ হাজার ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ হাজার ৯০১ জন আহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল