গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২৪, ২২:৫৪
গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর দুই হাজার ফিলিস্তিনি নিখোঁজ বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছেন।
সোমবার (২৩ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয়েছে, মিডিয়ার সাথে কথা বলার সময় বাসাল জানান, ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর খান ইউনিসে গণকবরে দেড় শতাধিক লাশ পাওয়া গেছে। এছাড়া আরো অর্ধ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে।
তিনি নিখোঁজদের সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া অনেককে কবরের চিহ্ন ছাড়াই সমাধিস্থ করা হয়েছে।
বাসাল বলেন, ইসরাইলিরা তাদের কূটকৌশলের অংশ হিসাবে ফিলিস্তিনিদের জোরপূর্বক গুম করে। তারা প্রায়ই বুলডোজার দিয়ে লাশগুলো মিশিয়ে দেয়ার চেষ্টা করে। এরপর পিছু হটার আগে কবরগুলোও গুঁড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, গণকবরে পাওয়া লাশের মধ্যে বেশিরভাগই নারী ও শিশুর লাশ।
বাসাল জানান, নিহতদের মধ্যে অনেককে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। তাদের পরিচয় জানা যায়নি। কারণ তাদের লাশ শনাক্ত করার আগেই পঁচে গেছে। নতুন এবং পূর্বে অদেখা অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অনেকে লাশকে ভস্মিভূত করে দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
বাসাল আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই গুরুতর লঙ্ঘনগুলো তদন্ত করার এবং এই আক্রমণগুলোতে ব্যবহৃত অস্ত্রের ধরণগুলো চিহ্নিত করারও আহ্বান জানান।
টানা ১৯৮তম দিনের জন্য ইসরাইলি বাহিনী গাজা স্ট্রিপের বিরুদ্ধে তার আগ্রাসন অব্যাহত রেখেছে। তাদের আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। এছাড়াও ৩৪ হাজার ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ হাজার ৯০১ জন আহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা