‘কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরাইল’
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ১৮:৫৭
ইসরাইলি লেবার পার্টির নেতা মেরাভ মাইকেলি একটি সেনা ইউনিট ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেছেন, এটি প্রকৃত কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করছে।
রোববার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ইউনিটের সঙ্ঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে এমন প্রতিবেদনের পর তিনি এ আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, ‘নিষেধাজ্ঞাগুলো বাস্তবতার একটি স্বীকৃতি এবং বোঝায় যে অঞ্চলগুলোতে ইসরাইলের এমন আচরণ চলতে পারে না।’
তিনি বলেন, ‘নেতজাহ ইহুদা ব্যাটালিয়ন এবং এর আশপাশের লোকদের হিংসাত্মক এবং দুর্নীতিবাজ আচরণ বছরের পর বছর ধরে পরিচিত এবং এটি বন্ধ করার জন্য কিছুই করা হয়নি। ওয়াশিংটন দু’বছর আগে সেনা ইউনিটের আচরণ তদন্তের জন্য একটি দল গঠন করেছিল।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক ও সামরিক নেতারা এমন ভান করতে পারেন না যে তারা এটি সম্পর্কে জানেন না।’
মাইকেলি বলেন, ‘নেতজাহ ইহুদা ব্যাটালিয়নকে বহু বছর আগে ভেঙে দেয়া উচিত ছিল। এটি এমন একটি ব্যাটালিয়ন যা ফিলিস্তিনিদেরকে কোনো কারণ ছাড়াই হত্যা করে এবং তাদের মারধর করে এবং গালি দেয়।’
ব্যাটালিয়নটি ১৯৯৯ সালে অতি-অর্থোডক্স ইহুদিদের জন্য একটি বিশেষ সামরিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এতে সকল সৈন্য ও অফিসার পুরুষ।
সূত্র : মিডেল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা