পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নাগরিক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ১৭:১৯
অধিকৃত পশ্চিম তীরে রোববার ইসরাইলি বাহিনীর বন্দুক হামলায় দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে।
এদিকে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানো দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করার কথা সেনাবাহিনী নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, হেবরন শহরের কাছে বেইত আইনুন গ্রামের প্রবেশ পথে সর্বশেষ এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, তারা গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যায়।
সংস্থাটি জানায়, ঘটনার পর সৈন্যরা বেইত আইনুনের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, এ দুই ব্যক্তি ওই গ্রামের কাছে সৈন্যদের ছুরিকাঘাত ও গুলি করার চেষ্টা করেছিল।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা