ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ এপ্রিল ২০২৪, ১৯:৩৪
ইরানের হামলার ছয় দিনের মাথায় পাল্টা আক্রমণ হিসেবে একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তারা বিবিসি’র যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে, একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনছে।
শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের গণমাধ্যমে এসেছে।
তবে ইরানি গণমাধ্যম এবং দেশটির কর্মকর্তারা ইস্ফাহান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে হামলার খবরটিকে হালকাভাবেই উপস্থাপন করছেন।
ইরানিয়ান স্পেস অ্যাজেন্সি একজন কর্মকর্তা হোসেইন দালিরিয়ানের দাবি, সীমান্তের বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।
এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্যের পুরোপুরি বিপরীত।
এদিকে, লেবাননে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত টম ফ্লেচার বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেছেন, পুরো বিষয়টি এখনো ‘বেশ ঝাপসা’ এবং ওই অঞ্চলের অনেকেই ‘সত্যিকারের ভয় থেকে জেগে উঠছে।’
তিনি বলেছেন, ‘এটি থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সাথে জুয়া খেলা চালিয়ে যেতে চায় ইসরাইল।’
ফ্লেচার আরো বলেছেন, ওই অঞ্চলের কূটনীতিকরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য- ‘সবাই এখন এই বিষয়টির তীব্রতা বা উত্তেজনা কমানোর উপায় খুঁজছেন।’
‘আমরা জানি না, এখন উত্তেজনা কতটা বৃদ্ধি পেয়েছে। তবে ইরান স্পষ্টতই ইঙ্গিত দিতে শুরু করেছে যে এটি খুব বড় কোনো বিষয় নয়। তারা এটিকে খাটো করে দেখছে। এবং ইসরাইল অবশ্য আরো নাটকীয় কোনো কর্মকাণ্ডকে বেছে নিতে পারতো,’ বলেন তিনি।
ফ্লেচার আরো বলেছেন, ইসরাইল ইরানকে ‘স্পষ্টভাবে বার্তা দিয়েছে’ যে তারা চাইলে যেকোনো জায়গায় হামলা করতে পারে এবং সেক্ষেত্রে পারমাণবিক স্থাপনাগুলোও এর বাইরে নয়। যদিও ইরান গত কয়েকদিন ধরে ‘পারমাণবিক স্থাপনাগুলোর ধারেকাছে না যাওয়ার’ বার্তা দেয়ার চেষ্টা করছে।
‘এই সমস্ত কিছু মূল বিপদ হলো, এখানে হিসাবের গড়মিল হলে অবশ্যই ঝুঁকি আছে,’ বলেন তিনি।
ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র অবহিত ছিল কিনা বলতে নারাজ ব্লিঙ্কেন
জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন।
তাকে প্রথম প্রশ্নটিই করা হয় ইরানে ইসরাইলের হামলা প্রসঙ্গে। জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রকে আগে অবহিত করা হয়েছিল কিনা।
‘যুক্তরাষ্ট্র কোনো আক্রমণের সাথে জড়িত নয়,’ এর বাইরে আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
‘যেকোনো সম্ভাব্য সংঘাত’ এবং উত্তেজনা এড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জি সেভেন।
ব্লিঙ্কেন আরো যোগ করেন, ইসরাইল একটা ‘নজিরবিহীন হামলার’ শিকার হয়েছে এবং ‘ইসরাইল যেন নিজেকে রক্ষা করতে পারে, এটা নিশ্চিত করাই’ যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
সূত্র : বিবিসি