তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
শুক্রবার তারা এ কথা জানায়।
দেশটির বার্তাসংস্থা আইআরএনএ জানায়, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার দেশটির বেশিভাগ অঞ্চলের ফ্লাইট স্থগিত করা হয়েছিল।
একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আজ শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত হেনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে। এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি মিডিয়ার খবরে ইসফাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে। ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে।
ইরানি বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির খবর অনুযায়ী, তেহরান, ইসফাহান ও শিরাজ বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
ইরানি পত্রিকার খবরে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইসফাহান নগরীর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এর কারণ জানা যায়নি।
সংবাদ সংস্থাটি জানায়, বিস্ফোরণের কারণ নিয়ে অনুসন্ধান চলছে।
এবিসির খবরে বলা হয়, মধ্য ইরানের ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর দক্ষিণ সিরিয়ার আস-সুওয়াদা এলাকা এবং ইরাকের বাগদাদ ও বাবিল এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, ফ্লাইট ট্র্যাকারগুলো ইরানের দিকে কয়েকটি ফ্লাইটের তাদের পরিকল্পিত রুট বদলের খবর দিয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি আমিরাতি ফ্লাইটও রয়েছে।
সূত্র : বিবিসি ও ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা