১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে : খোমিনি

- ছবি : জেরুসালেম পোস্ট

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি রোববার এক অ্যাক্সবার্তায় বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’

তিনি হিব্রু ভাষায় ওই অ্যাক্সবার্তাটি লিখেছেন। এটি ছিল একটি ছবির ক্যাপশন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লিখেছেন।

গত রাতে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের কয়েক ডজন বাধা দেখা হয়। পটভূমিতে একটি অ্যালার্ম শব্দ শোনা যায়।

ইসরাইলের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক ব্যারাজের পর তিনি এই টুইটটি করেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চার দশকের প্রক্সি যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যারেজে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল ছিল।

জানুয়ারিতে আয়াতুল্লাহ খোমিনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না। পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান।’

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement