তেহরান বিমানবন্দর খুলে দিলো ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২৪, ১৫:৩৪
ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেহরাবাদ বিমানবন্দর খুলে দিয়েছে। এছাড়া ইসরাইল, জর্ডান, লেবানন, ইরাকও তাদের আকাশপথ খুলে দিয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করার প্রেক্ষাপটে বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান। গত শনিবার রাতে ইসরাইলের ওপর নজিরবিহীন হামলা চালায় ইরান।
এদিকে রোববার আকাশসীমা ফের খুলে দিয়েছে ইরাক৷ ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ এ কথা ঘোষণা করেছে৷ জর্ডান এবং লেবাননও রোববার দেশের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ইসরাইলের দাবি, ইরানের হামলাগুলোকে ‘প্রতিহত' করেছে তারা৷
ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ‘আকাশপথ ফের চালু করার' কথা জানিয়েছে। তারা বলেছে, আর কোনো ‘বেসামরিক বিমানের নিরাপত্তা ঝুঁকি' নেই৷
উত্তর ইরাকের কুর্দি মিডিয়া জানিয়েছে, শনিবার রাতভর স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ওপর দিয়ে উড়েছে ইরানি ড্রোন৷
জর্ডানে, বেসামরিক বিমান চলাচল কমিশনের প্রধান হাইথাম মিস্তো সরকারি আল মামলাকা চ্যানেলকে বলেন, ‘জর্ডানের আকাশপথ ফের খুলে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে৷'
ফ্ল্যাগ ক্যারিয়ার রয়্যাল জর্ডানিয়ান-এর সিইও সামের মাজালি রোববার বলেন, এয়ারলাইন্সের ফ্লাইট ‘পুনরায় শুরু হয়েছে৷' যদিও দেরি হতে পারে বলে মনে করছেন তারা৷
শনিবার রাতে ইসরাইলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ধীর গতির ড্রোনগুলো যখন ইসরাযইলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ইসরাইলের মিত্ররা সাহায্যের জন্য এগিয়ে আসে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
মার্কিন এবং যুক্তরাজ্যের বিমানবাহিনী এক্ষেত্রে সাহায্য করেছে বলা জানা গেছে। এছাড়াও ফ্রান্সও এই অঞ্চলে টহল দেয়ার সাথে জড়িত থাকতে পারে, যদিও ফরাসিরা গুলি চালিয়ে ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়নি।
জর্ডানের বিমানবাহিনীও ইসরাইলকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলো। জর্ডান ইসরাইলি এবং মার্কিন বিমানের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করেছে, স্পষ্টতই জর্ডানের নিজস্ব আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে।
লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামি এএফপিকে বলেছেন, ‘আমরা সকাল ৭টা (স্থানীয় সময়) থেকে ফ্লাইট ফের চালু করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি৷'
তার কথায়, বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দর ‘‘ফের কাজ চালু করেছে৷''
ইরানি হামলার পূর্বাভাসে রাত ১২.৩০টা (স্থানীয় সময়) থেকে আকাশসীমা বন্ধ করে রেখেছিল ইসরাইল৷ তারপর স্থানীয় সময় সকাল ৭.৩০টা নাগাদ আবার তা চালু হয়েছে বলে ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷
আন্তর্জাতিক ফ্লাইট সংস্থাগুলো কী সিদ্ধান্ত নিয়েছে
ইরানের আকাশসীমা এড়াতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট সংস্থা ফ্লাইট স্থগিত রেখেছে বা সময়সূচির বদল করেছে৷
অস্ট্রিয়ান এয়ারলাইন্স রবিবার এএফপিকে বলেছে,‘মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির' কারণে ‘ইসরাইলের তেল আবিব, ইরাকের আরবিল এবং জর্ডানের আম্মানে সমস্ত ফ্লাইট দ্রুত স্থগিত করা হয়।'
মুখপাত্র সোফি মাতকোভিৎস বলেন, ‘সোমবার পর্যন্ত তেল আবিব, আরবিল এবং আম্মান অবধি বা সেখান থেকে কোনো ফ্লাইট যাতায়াত করবে না৷' কর্মী ও যাত্রীদের নিরাপত্তা কোম্পানির সর্বোচ্চ অগ্রাধিকার বলেই জানান তিনি৷
ইরানের তেহরানে ফ্লাইট স্থগিত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত৷ মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া দূরপাল্লার ফ্লাইটগুলো অন্য পথে যাবে বলে জানানো হয়েছে৷
জার্মানির লুফটহানসা এয়ারলাইন্স রোববার বলেছে, ইরানের হামলার কারণে আম্মান, বৈরুত, আরবিল এবং তেল আভিভের ফ্লাইট অন্তত সোমবার পর্যন্ত স্থগিত করা হবে৷
রয়টার্স বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লুফটহানসা, সুইস এয়ারলাইন্স বলেছে, ফ্লাইটগুলো যাতে ইসরাইল, জর্ডান এবং ইরাকের উপরের আকাশসীমা ব্যবহার না করে তারা সেটা দেখছে।
‘দায়িত্বহীন অবস্থান' নিয়ে ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের রাষ্ট্রদূতদের ডেকে বলেছে, তাদের দেশ হামলার বিষয়ে ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থান' নিয়েছে। তিনটি দেশই ইরানের এই হামলার নিন্দা করে।
ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রতিশোধের হুমকির মধ্যে এই ঘটনা ঘটে৷ ইরানের ড্রোন ও মিসাইল ছোঁড়ার তথ্য জানিয়েছে দুই পক্ষই৷
ইরানি ড্রোন ইসরাইল ও ইউক্রেনের জন্য হুমকি : জেলেনস্কি
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রোববার ইসরাইলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেন। হামলার সম্ভাব্য ফলাফলকে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের সাথে তুলনা করেছেন।
তিনিসোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইরানের পদক্ষেপগুলো সমগ্র অঞ্চল এবং বিশ্বকে হুমকির মুখে ফেলেছে, ঠিক যেমন রাশিয়ার পদক্ষেপগুলো বৃহত্তর সংঘাতের হুমকি দেয়।'
সূত্র : আরব নিউজ, ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা