গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৪
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১১:৪৭
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) এই তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
গাজায় ইসরাইলি ড্রোনের শব্দের মধ্য দিয়ে ঈদ শুরু হয়েছে। ইসরাইলি সামরিক ড্রোনগুলো ফিলিস্তিনিদের মনে করিয়ে দিচ্ছে যে তাদের ফিলিস্তিনিদের কোনো নিরাপত্তা নেই।
ফিলিস্তিনিরা চারপাশে প্রচুর ধ্বংস, দুঃখ ও শোকের মধ্যেও একত্রিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করছে, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে।
আজ রাতে, যখন ফিলিস্তিনিরা ঈদের আগমনে আনন্দ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ইসরায়েলি যুদ্ধবিমান বেশ কয়েকটি আবাসিক বাড়ি লক্ষ্য করে।
সর্বশেষ রক্তক্ষয়ী এবং মারাত্মক হামলার মধ্যে একটিতে নুসেইরাত শরণার্থী শিবিরে ১৪ জন নিহত হয়েছে। হামলায় একটি পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা