১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয় : ইরান

- ছবি : মিডল ইস্ট মনিটর

ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয় বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। রোববার (৭ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয়। প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত। এবার হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন।’

তিনি আরো বলেন, ইসরাইলের এই নৃশংস শাসকের মোকাবিলা করা এখন আইনিভাবে বৈধতা লাভ করেছে।

উল্লেখ্য, সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হওয়ার পর তিনি এ হুমকি দেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement