১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ত্রাণ সরবরাহের পথ খোলার ঘোষণা ইসরাইলের

গাজায় ত্রাণ সরবরাহের পথ খোলার ঘোষণা ইসরাইলের - নয়া দিগন্ত

দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইল ‘অস্থায়ী’ ত্রাণ বিতরণের অনুমতি দেবে। গাজা যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে অনেক পরিবর্তন আনার বিষয়ে ওয়াশিংটন সতর্ক করার কয়েক ঘণ্টা পর ইসরাইল শুক্রবার এমন ঘোষণা দিলো।

বৃহস্পতিবার ৩০ মিনিট টেলিফোনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, ইসরাইল বিষয়ে মার্কিন নীতি গাজার বেসামরিক এবং সাহায্য কর্মীদের সুরক্ষার ওপর নির্ভর করছে। আর এটি ওয়াশিংটনের সামরিক সহায়তার সম্ভাব্য শর্তগুলোর প্রথম ইঙ্গিত।

দুই নেতার মধ্যে ফোনালের মাত্র কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় ইসরাইল ঘোষণা দেয়, তারা অবরুদ্ধ গাজায় আরো সাহায্য সরবরাহের পথ খুলে দেবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা অ্যাশদোদ বন্দর এবং ইরেজ ল্যান্ড ক্রসিংয়ের মাধ্যমে ‘অস্থায়ী’ সাহায্য সরবরাহের অনুমোদন দেয়ার পাশাপাশি কেরেম শালোম ক্রসিংয়ে প্রতিবেশী দেশ জর্ডান থেকে সরবরাহ বৃদ্ধি করেছে।

হোয়াইট হাউস ইসরাইলের এমন পদক্ষেপগুলোকে দ্রুত স্বাগত জানিয়ে বলেছে, সেগুলোকে ‘এখন সম্পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে’।

হামাসের বিরুদ্ধে ছয় মাসের যুদ্ধের কারণে ইসরাইল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে। দেশটির প্রধান সমর্থক ওয়াশিংটনও গাজায় ইসরাইলি কর্মকাণ্ডে বারবার তিরস্কার করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরাইলের হামলায় ৩৩ হাজার ৩৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের বেশিভাগ নারী ও শিশু এবং সেখানে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement