১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রাবাদীদের হামলায় নিহত ২৭

ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রাবাদীদের হামলায় নিহত ২৭ - সংগৃহীত

দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরে হামলায় সন্দেহভাজন উগ্রবাদীরা অন্তত ১১ ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে এবং ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, চাবাহার এবং রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘সন্ত্রাসীরা চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দফতর দখলের লক্ষ্য অর্জনে সফল হতে ব্যর্থ হয়েছে।’

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দরিদ্র অঞ্চলে লড়াইয়ে আরো ১০ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনী এবং উগ্রবাদীদের পাশাপাশি মাদককারবারিদের মধ্যে ঘন ঘন সংঘর্ষের স্থান। আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র পাচার করা মাদকদ্রব্যের জন্য ইরান একটি প্রধান ট্রানজিট রুট।

ডিসেম্বরে উগ্রবাদীরা রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে।

এদিকে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসির দুটি জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা করেন। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement
সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট

সকল