১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘দৈনিক মাত্র ২৪৫ ক্যালোরি খেয়ে বেঁচে আছে গাজার বাসিন্দারা’

‘দৈনিক মাত্র ২৪৫ ক্যালোরি খেয়ে বেঁচে আছে গাজার বাসিন্দারা’ - ছবি : আল-জাজিরা

দৈনিক গড়ে ২৪৫ ক্যালোরি খেয়ে উত্তর গাজার বাসিন্দারা বেঁচে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্সফাম এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের বাসিন্দারা প্রতিদিনের প্রস্তাবিত ২ হাজার ১০০ ক্যালোরির ১২ শতাংশেরও কম খাদ্য গ্রহণ করে।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে যে- তারা সেখানে বসবাসরত জনসংখ্যার জীবনধারণ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে।

এটি আরো দেখা গেছে যে- অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় খাদ্য সরবরাহের অনুমতি ছিল মানুষের প্রতি দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির গড় মাত্র ৪১ শতাংশ।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত করে রাখছে।’

তিনি আরো বলেন, এটি কেমন তা কল্পনা করুন, শুধু ২৪৫ ক্যালোরি দিনে। এর মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করাই নয়, বাস্তুচ্যুত অবস্থায় ড্রোন ও বোমার ক্রমাগত হামলাও মোকাবেলা করতে হয়।

এদিকে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস সময় ধরে চলা যুদ্ধে কমপক্ষে ৩৩ হাজার ৩৭ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরাইলে হামলা চালানো ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল