গাজা যুদ্ধে ইসরাইল অপরীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ১৭:০৭
হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল অপরীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম মোতায়েন করছে। তারা এআই-সহায়তা নিয়ে গণহত্যা চালাচ্ছে। এই যুদ্ধে এআই ব্যবহার বন্ধ করা দরকার।
মানবাধিকার এবং সন্ত্রাস দমনের জন্য জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক বেন শৌল বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি জুনিয়র হামাস যোদ্ধার জন্য ১৫ বা ২০ ফিলিস্তিনিকে হত্যা করা যাবে। এটি অবশ্যই একটি ভয়াবহ যুদ্ধাপরাধ।’
তিনি আরো বলেন, ‘যদি এই সিদ্ধান্ত সত্যিই তারা নিয়ে থাকে, গাজায় অনেক ইসরাইলি হামলা অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ শুরু করার যুদ্ধাপরাধ গঠন করবে।
শৌল প্লাস ৯৭২ ম্যাগাজিন এবং হিব্রু-ভাষার মিডিয়া আউটলেটে একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন, যা প্রকাশ করেছে যে, ইসরাইলি সেনাবাহিনী ‘ল্যাভেন্ডার’ নামক এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে সম্ভাব্য লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা