গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৪:০৮
ইসরাইরেল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা সংলগ্ন সীমান্তে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করছে, যা এই ছিটমহলের প্রায় ১৬ শতাংশ এলাকা অধিগ্রহণ করে তৈরি করা হতে পারে।
হারেটজের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। খবর তাস’র।
প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী জোনটি প্রায় এক কিলোমিটার প্রশস্ত হবে এবং সেই এলাকার সমস্ত ভবন ভেঙে ফেলা হবে।
ওই নিউজ আউটলেট পরিবেবেশিত খবরে আরো বলা হয়, ইসরাইল ছিটমহলটিকে দু’টি অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে। এর একটি হবে উত্তর অংশ এবং অপরটি দক্ষিণ অংশ।
এই লক্ষ্যে ইসরাইলিরা বেসামরিক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেটজারিম করিডোর নামে পরিচিত আরেকটি বিশেষ বাফার জোন তৈরি করছে। ওই এলাকায় সীমান্ত বরাবর বাফার জোন তৈরি হলে গাজা উপত্যকার প্রস্থ হবে মাত্র ৫.৫ কিলোমিটার।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী গ্রুপ হামাসের যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে আকস্মিকভাবে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামাস তাদের এমন হামলাকে জেরুসালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের একটি বার্তা হিসেবে বর্ণনা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা