১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য - সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে। সেখানে হিজবুল্লাহ গ্রুপের অস্ত্রের ঘাঁটি রয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

মানবাধিকারবিষয়ক ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘লেবাননের হিজবুল্লাহ গ্রুপের রকেট ঘাঁটির কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলাটি চালায়।’

তারা আরো বলছে, এই গ্রুপের সিরিয়ায় একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ইসরাইলের হামলায় সিরিয়ার কমপক্ষে ৩৬ সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, গভীর রাতে চালানো ওই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্র সানাকে জানিয়েছে, ‘আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরাইলি বাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আথ্রিয়ার দিক থেকে বিমান হামলা চালায়।

সূত্রটি আরো জানায়, সেখানে হামলায় বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে।

জেরুসালেম থেকে এএফপি যোগাযোগ করলে ইসরাইলি সামরিক বাহিনী জানান, তারা এই ব্যাপারে বিদেশী মিডিয়ায় কোনো মন্তব্য করবে না।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থাপনায় শত শত বার বিমান হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য লেবাননের হিজবুল্লাহ গ্রুপের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান-সমর্থিত বিভিন্ন বাহিনী।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট

সকল