গাজার ব্যাংক থেকে চুরি করে টাকা নিয়ে গেল ইসরাইলি সৈন্যরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬
গাজা শহরের ব্যাংক অফ প্যালেস্টাইন থেকে ইসরাইলের সামরিক বাহিনী ৫৪ মিলিয়ন ডলার চুরি করেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ইসরাইলি গণমাধ্যম মারিভের সূত্রে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
আনাদুলু এজেন্সি বলেছে, গত সপ্তাহে আল-রিমাল এলাকায় একটি অগ্নিকাণ্ড ঘটে। পরে সহযোগিতা সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের জন্য যে বরাদ্দ তহবিল আসে, ইসরাইলের সামরিক বাহিনী সেটি নিয়ে গেছে।
তবে প্রতিবেদনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি।
ইসরাইলের এক সামরিক মুখপাত্র মারিভকে বলেন, ‘গত সপ্তাহে গাজার ব্যাংক অফ ফিলিস্তিনের সদর দফতরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর কারণ ছিল হামাসের কাছে অর্থ পৌঁছাতে বাধা সৃষ্টি করা।’
তিনি বলেছিলেন, এই পদক্ষেপটি ‘রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা