১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ইসরাইলে শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের প্রতীকী ছবি - ছবি : সংগৃহীত

ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে বেড়ে যাওয়া করোনা সংক্রমণের ঢেউ কমে আসতে না আসতেই আবার করোনাভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ইসরাইলে শনাক্ত হওয়া নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ-১ ও বিএ-২ এর মিশ্রিত রূপ বলে বুধবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিৎজান হরোউইজ।

তিনি জানান, কিছু দিন আগে বাইরে থেকে ইসরাইলে যাওয়া দুই যাত্রীর শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

করোনার এই নতুন ভ্যারিয়েন্টে কিছু উপসর্গ রয়েছে বলে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। মৃদু উপসর্গযুক্ত রোগীদের মধ্যে হালকা জ্বর, মাথা এবং পেশীতে ব্যথার মতো উপসর্গগুলি দেখা যাচ্ছে।

তবে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের কোনো বিশেষ রকমের চিকিৎসা করাতে হবে না বলে জানিয়েছে ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি এই রূপ প্রাণঘাতী নয় এবং সংক্রমণের নতুন ঢেউ তৈরি করতে সক্ষম নয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাননো হয়।

তবে এই নতুন রূপের বিষয়ে এখনও কোনোও মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

একই সঙ্গে গত এক সপ্তাহে বিশ্ব জুড়ে প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এর ফলে ফের উদ্বেগ বেড়েছে চিকিত্সক মহলে। গত বছরের নভেম্বর মাস থেকে ওমিক্রনের দাপটে নাজেহাল হয়েছিল বিশ্ব। যার আঁচ এসে পড়েছিল ভারতেও। সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্র।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement

সকল