১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ওমিক্রন ঠেকাতে ষাটোর্ধ্বদের চতুর্থ টিকা দেবে ইসরাইল

ওমিক্রন ঠেকাতে ষাটোর্ধ্বদের চতুর্থ টিকা দেবে ইসরাইল
ওমিক্রন ঠেকাতে ষাটোর্ধ্বদের চতুর্থ টিকা দেবে ইসরাইল - ছবি : সংগৃহীত

চতুর্থ কোভিড টিকা দেয়ার কথা ঘোষণা করল ইসরাইল। বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ার আবহে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের এই টিকা দেয়ার কথা ঘোষণা করছে সে দেশের সরকার। ইসরাইল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার সে দেশে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তার পর তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ব্যক্তির একাধিক শারীরিক অসুস্থতা ছিল। করোনা আক্রান্ত ওই ব্যক্তি দু’সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন।

ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন দেশে ৩৪০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই আমেরিকা , জার্মানি, ইটালি, তুরস্ক, কানাডার মতো দেশের নাগরিকদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অফিস কাছারিতে উপস্থিতি ৫০ শতাংশ করে দেয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement