২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


১১ দিনের অভিযানে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক কতটুকু ধ্বংস করতে পেরেছে ইসরাইল?

হামাস নেতা বলছেন ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরো ধ্বংস করতে পারেনি। - ছবি : বিবিসি

গাজায় হামাসের নেতা দাবি করেছেন, ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরাইল বলেছিল, হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য।

শনিবার এক বক্তৃতায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদা ভাবে তালিকা করে তুলে ধরেন।

বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন, হামাস নেতা সিনওয়ার তার এই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার একবার বিজয় দাবি করেছেন।

সিনওয়ার বলেন, ইসরাইল তাদের সুড়ঙ্গে নেটওয়ার্কের তিন শতাংশের কম ধ্বংস করতে পেরেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যারা গাজা নিয়ন্ত্রণ করে ইসরাইল বিমান হামলা চালিয়ে তাদের নজিরবিহীন ক্ষতিসাধন করতে পেরেছে বলে যে দাবি করেছে সিনওয়ারের দাবি নিঃসন্দেহে তার বিপরীত।

ইয়াহিয়া সিনওয়ার গত মাসের ১১ দিনের লড়াইকে ইসরাইলের বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেছেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসেবে উঠে এসেছে।

আশার বলছেন, ইয়াহিয়া সিনওয়ার দাবি করেছেন হামাস তার শক্তিমত্তার যে প্রমাণ দিয়েছে তার সুবাদে হামাসের এখন পিএলও’র পুনর্বিন্যাস দাবি করার অধিকার জন্মেছে।

তিনি বলেছেন হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য উপদলগুলোর অংশগ্রহণ না থাকলে পিএলও’র আলোচনা শুধু কথাবার্তার মধ্যেই সীমিত থাকবে। তারা কোনো কিছু অর্জন করতে পারবে না।

সিনওয়ার আরো বলেন, ইসরাইলের সাথে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণেই ইসরাইল গাজায় হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল