০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলের গাজা অভিযানে 'কৌশলগত লক্ষ্য' না থাকার সমালোচনা লিবারম্যানের

আভিগদোর লিবারম্যান - ছবি : সংগৃহীত

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান গাজায় ইসরাইলের সামরিক অভিযানে 'কৌশলগত লক্ষ্য' না থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ইসরাইলি দৈনিক মারিভের সাথে এক সাক্ষাতকারে তিনি এই সমালোচনা করেন বলে সোমবার খবর জানায় মধ্যপ্রাচ্য তদারককারী ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ওই খবরে বলা হয়, ইসরাইলের সাম্প্রতিক এই হামলা শুধু নেতানিয়াহুর স্বার্থেই পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেন লিবারম্যান।

নেতানিয়াহুর এই পদক্ষেপের মাধ্যমে পরিকল্পিত 'তৃতীয় টেম্পল' প্রকল্প এমনকি ইসরাইলের অস্তিত্বই বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেন ইসরাইল বেইতেনু দলের প্রধান।

এক সপ্তাহের বেশি গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে মোট দুই শ' ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো এক হাজার পাঁচ শ' ফিলিস্তিনি।

অপরদিকে গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতকামী হামাস ও অন্য সশস্ত্র সংগঠনগুলোর ইসরাইলে রকেট হামলায় ১০ ইসরাইলি নিহত ও পাঁচ শ' ৬০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement