১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অধ্যক্ষ নিয়োগে প্রশ্নফাঁস-দুর্নীতির ঘটনা তদন্ত চেয়ে আইনি নোটিশ

অধ্যক্ষ নিয়োগে প্রশ্নফাঁস-দুর্নীতির ঘটনা তদন্ত চেয়ে আইনি নোটিশ - ছবি : নয়া দিগন্ত

রাজধানী তেজগাঁওস্থ মদীনাতুল উলুম মডেল ইন্সটিটিউট বালক কামিল মাদরাসায় অধ্যক্ষ নিয়োগে প্রশ্নফাঁস ও দুর্নীতির ঘটনার তদন্ত চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সচিব, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মদীনাতুল উলুম মডেল ইন্সটিটিউট বালক কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ নির্বাচনী বোর্ডের সভাপতিসহ মোট পাঁচজনকে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।

রোববার (৯ জুন) রেজিস্ট্রি ডাকযোগে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো: বাহাউদ্দিন আল ইমরান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, মদীনাতুল উলুম মডেল ইন্সটিটিউট বালক কামিল মাদরাসার ‘অধ্যক্ষ’ পদে নিয়োগের জন্য গত ১০ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ পদে নিয়োগ নির্বাচনী পরীক্ষায় ফেনী আলিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মোহাম্মদ সাইফুল্লাহ অংশগ্রহণ করেন।

পরীক্ষায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধিরা প্রশ্নপত্র প্রনয়ণে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোস্তফা কামাল ‘অধ্যক্ষ’ হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

অভিযোগ উঠেছে, মোস্তফা কামালকে প্রশ্নপত্র প্রনয়ণে জড়িতদের কেউ আগেই প্রশ্ন সরবরাহ করেছে। সেই প্রশ্নের আলোকে মোস্তফা কামাল হুবহু উত্তরগুলো নকল আকারে সাথে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। নকলের সাথে তার হাতের লেখার হুবহু মিল রয়েছে। তাই বিষয়টি অন্যান্য পরীক্ষার্থী প্রার্থীদের দৃষ্টিগোচর হলে এ সংক্রান্ত কিছু প্রমাণাদি তারা সংরক্ষণ করে রাখেন।

নোটিশে অভিযোগ করা হয়েছে, মোস্তফা কামালকে সকল প্রশ্ন পরীক্ষায় প্রথম করার জন্য আগেই সরবরাহ করা হয়েছে। তাই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে মোস্তফা কামালের নিয়োগ কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সাইফুল্লাহকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি মোস্তফা কামালসহ প্রশ্নফাঁস-দুর্নীতির মতো ঘৃণিত অপরাধে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি স্বাধীন-নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশের জবাব দাখিলের অনুরোধ জানানো হইতেছে।

অন্যথায়, এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুসারে দেওয়ানী-ফৌজদারী আইনে কিংবা মহামান্য হাইকোর্টে প্রতিকার চাহিয়া রিট দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির

সকল