১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের সভা

কোর্ট ফি’র ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়া ও আদালত অঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবি

- ছবি : নয়া দিগন্ত

দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় সরকারি কোষাগারে জমাকৃত কোর্ট ফি’র ৫ শতাংশ আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ডে জমা করার ব্যবস্থাগ্রহণসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সিনিয়র আইনজীবী শাহ্ মো: খসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা কোর্ট ফি’র ৫ শতাংশ বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ডে প্রদান করাসহ সরকারের কাছে চার দফা দাবি জানান।

অন্য চার দফা দাবি হলো- নবীন ও তরুন আইনজীবীদেরকে স্কলারশিপ দেয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাকরণ। আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত করা এবং প্রত্যেক মামলার রায়ভিত্তিক রায় প্রদানকারী বিজ্ঞ বিচারক ও বিচারপতি মহোদয়কে প্রণোদনা দেয়ার পদ্ধতি চালুকরণ।

সভাপতির বক্তব্যে শাহ্ মো: খসরুজ্জামান বলেন, কোর্ট ফিস আইনজীবীদের মাধ্যমেই জমা হয়। এর ৫ শতাংশ বার কাউন্সিলের প্রদান করা হলে বেনাভোলেন্ট ফান্ড বৃদ্ধি পাবে।

তিনি বলেন, তারা আইন পেশার মান বৃদ্ধির জন্য নবীন ও তরুন আইনজীবীদের স্কলারশিপ দেয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, বিচার বিভাগের ক্ষমতা সীমিত তাই, আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে রাষ্ট্রকে সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

শাহ্ মো: খসরুজ্জামান বলেন, উচ্চ আদালতের বেশির ভাগ মামলার রায় হতে ১০ থেকে ২০ বছর লেগে যাচ্ছে। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য মামলাগুলো তড়িৎ গতিতে নিষ্পত্তির জন্য প্রত্যেক মামলার রায়ভিত্তিক রায় প্রদানকারী বিচারককে প্রণোদনা দেয়ার পদ্ধতি চালু করতে হবে।

তিনি বলেন, যেভাবে মামলার জট রয়েছে এবং বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে এভাবে চলতে থাকলে একসময় বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আইনজীবী শামসুল জালাল চৌধুরী, সহ-সভাপতি সুরাইয়া বেগম, কাজি শাহানা ইয়াসমীন, এ কে এম আক্তার হোসাইন, যুগ্ম সম্পাদক সৈয়দ আলম টিপু, মো: নাসির উদ্দিন সম্রাট, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সকল