স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মার্চ ২০২৪, ১১:৩৬, আপডেট: ২৬ মার্চ ২০২৪, ১৫:০৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম।
মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬টা ১০ মিনিটে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানান, বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরা।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সাথে নিয়ে সকাল পৌনে ৮টায় সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রেজিস্ট্রির কর্মকর্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা