১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


রিফাত শরীফ হত্যা মামলা : অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় মঙ্গলবার

-

বরগুনার বহুল আলোচিত চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশু আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। অপ্রাপ্তবয়স্ক ১৪ জন শিশুর এ রায় ঘোষণা করবেন নারী ও শিশু আদালতের জেলা জজ (বিচারক) মোঃ হাফিজুর রহমান।

অপ্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে এ মামলায় জামিনে রয়েছেন আট শিশু আসামি চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবনি এবং বরগুনা জেলা কারাগারে রয়েছেন বাকি ছয় শিশু রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে পুলিশ।

করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকার পরেও প্রাপ্তবয়স্কদের প্রথম রায়ের পরে এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর দ্বিতীয় রায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দেয়া হবে।

উল্লেখ্য, রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফ হেঁটে রিকশায় উঠে স্ত্রী মিন্নির সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠায়। ওইদিনই বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান।


আরো সংবাদ



premium cement

সকল