রাজনৈতিক দাওয়া ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না : মির্জা আব্বাস
- নিজস্ব প্রতিবেদক
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দোয়া মাহফিল রাজনীতির অংশ নয়, ধর্মীয় অংশ হিসেবে আমরা এ দোয়া করছি। আর দোয়ার সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দাওয়াও লাগবে। কারণ রাজনৈতিক দাওয়াবিহীন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
গতকাল বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
সংগঠনের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্যসচিব আমিনুল হক, যুবদলের নতুন সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ গাফ্ফার, সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ যুবদলের বিভিন্ন ইউনিটের এবং বিগত কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেন।
নতুন নেতাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যুবদলের একটা বিশাল পরীক্ষা হবে আগামীতে। গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ভূমিকা রাখতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সফল করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন নতুন নতুন কমিটি হচ্ছে। সব নতুন কমিটির এটাই হলো কাজ।
তিনি বলেন, কাউকে পদপদবি বেঁচাকেনার জন্য দেয়া হয়নি। এ কমিটি সংগঠনকে নতুন জীবন দান করবে এ আশা করেই কমিটি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা