১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরাইলে বালু উত্তোলনের সময় মাটি চাপায় দুই শ্রমিক নিহত

-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দেলোয়ার হোসেন (২৫) ও আলী মনছুর (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আতিকুল ইসলাম নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বিশুতারা গ্রামের বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়াগ্রামের আব্দুর রাজ্জাক ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের আসাদ আলীর ছেলে আলী মনছুর(৩৫)।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার রাতে ড্রেজারে পুকুর খনন করে মাটি উত্তোলনের সময় দুইজন শ্রমিক নিখোঁজের খবরে পরদিন বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে দুজন ডুবুরি সদস্য ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পানির নিচে মাটি চাপা অবস্থায় থাকা দুইজনের লাশ সকাল সাড়ে ১১টায় উদ্ধার করে ডুবুরি দল। এ সময় সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাসখানেক ধরে হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। গতকাল বুধবার রাতে সাড়ে ১১টার দিকে কাজ করার সময় পাড় ভেঙে ২ জন শ্রমিকসহ আমি মাটির নিচে চাপা পড়ে যায়। এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলেও আমার সাথে থাকা দুইজন নিখোঁজ হোন। সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান বলেন, আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ

সকল