১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

এন এম সাাহাদাত তালুকদার

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক এন এম সাাহাদাত তালুকদার গত ৯ জুলাই রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দৈনিক চাঁদপুর সময়, দৈনিক চাঁদপুর দর্পণ ও দৈনিক চাঁদপুর দিগন্ত, সাপ্তাহিক রূপালী চিত্রসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।

সামছুন নাহার
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক আলহাজ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের আম্মা সামছুন নাহার (৮০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাড়িতে (আব্দুল হাদী মিয়াবাড়ি) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চর টগবি গ্রামের নিজ বাড়ির সামনে স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

এনায়েত আলী
সাতক্ষীরা কলারোয়ার ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত আলী (৬২) বুধবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার কাউরিয়া গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement

সকল