১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে প্রাণ গেল ৭ জনের

-


দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ও মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট ও বারইয়ারহাটে এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- কৃষি ব্যাংক হাদিফকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মিরসরাই উপজেলার গাছবাড়িয়া এলাকার মৃত তেজেন্দ্র কুমার দাশের ছেলে অরুণ কান্তি দাস (৬৩) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার এ খবর নিশ্চিত করেছেন।
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের শিমুলতলায় বরিশাল-বানারীপাড়া মহাসড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় বেপরোয়া টমটম গাড়ির চাপায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সেলিনা বেগম উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন রতন খানের স্ত্রী।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে অপর একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নাসির হোসেন (৩২) নামে এক বাস যাত্রী নিহত হন এবং একই বাসের তিনজন যাত্রী আহত হন। আহতদের পরিচয় জানা যায়নি। দোহাজারী পুলিশ পরিদর্শক খান মো: এরফান এ খবর নিশ্চিত করেন। নিহত নাসির সিরাজগঞ্জের তেঁতুলিয়া এলাকার মরহুম ফিরোজ মণ্ডলের ছেলে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সুয়াদি গ্রামের আমজাদ মল্লিকের ছেলে সাকিল মল্লিক (৩৭) গতকাল বুধবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল সকাল ১০টার দিকে সাকিল তার এক বন্ধুসহ মোটরসাইকেলে কুষ্টিয়া শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় জুয়েল মাহমুদ (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের বাস স্টেশনে রাস্তা পার হওয়ার সময় একটি লরির নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। গত শুক্রবার দেশে এসে মাত্র পাঁচ দিনের মাথায় মরহুম জুয়েলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জুয়েল উপজেলার ছোটদারোগারহাট ধর্মপুর গ্রামের খলিফা বাড়ির মো: শাহজাহানের একমাত্র ছেলে। পিতা শাহজাহান ছেলেকে বিয়ে দেবেন বলে একটি পাত্রীও ঠিক করে রেখেছিলেন।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট এলাকায় গতকাল বুধবার দুপুরে ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণীর ছাত্রী জুঁই নিহত হয়েছে। জুঁইয়ের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। জুঁই মামার বাড়ি থেকে পড়ালেখা করত। সে ঘোনারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।



আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল