১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিইপিজেড কাস্টমসে ব্যবসায়ীদের বিক্ষোভ

-

ফাইলপ্রতি ন্যূনতম তিনশো টাকা ঘুষ আদায়সহ অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) বিভাগের কাস্টমস বন্ড কমিশনারেটের নারী সহকারী কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় বহিরাগতদের দিয়ে অফিস কার্যক্রম পরিচালানার অভিযোগও করেন তারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন গার্মেন্টস এক্সেসরিজ ও স্টেশনারি ব্যবসায়ীরা।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, আমরা সব নির্দেশনা মেনে সঠিক নিয়মেই ব্যবসা পরিচালনা করে আসছি। কাগজপত্র সঠিক থাকার পরেও প্রতিটি ফাইল আটকে ন্যূনতম তিনশো টাকা ঘুষ আদায় করেন সহকারী কমিশনার। আগে যেখানে এক থেকে দুই দিনে ফাইল প্রস্তুত হতো, এখন সেখানে ঘুষ দিয়েও প্রায় ১৫ দিন সময় লেগে যাচ্ছে। আগে কর্মকর্তারা সরাসরি ঘুষ নিতেন কাজও সরাসরি হয়ে যেত। কিন্তু এখন প্রতিটি ফাইলের জন্য অগ্রিম ঘুষ দিতে হয়। অগ্রিম টাকা দিয়েও প্রায় ১৫/২০ দিন ফাইল আটকে থাকে।
ঝুট ব্যবসায়ী বাহার বলেন, ঘুষ না দিলে ঝুটের ফাইল আটকে রাখেন সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকা। এমন অবস্থায় কারখানায় ঝুটসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। তার সাথে কথা বলতে গেলে অনেক খারাপ আচরণ করেন এবং লাইসেন্স বাতিল করার হুমকি দেন। এতে করে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে আজ বিক্ষোভে নেমেছেন।

এ দিকে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতির কারণে ডিইপিজেডে পোশাকবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীরা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকা পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
বিক্ষুব্ধ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ব্যবসার শুরু থেকেই প্রতিটা ফাইলের জন্য তিনশো টাকা করে ঘুষ দিতে হচ্ছে। প্রায় তিন বছর ধরে কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার এ ঘুষ আদায় করে চলেছেন। আমরা বাধ্য হয়েই ঘুষ দিচ্ছিলাম। কিন্তু সম্প্রতি তারা আমাদের কাছ থেকে অগ্রিম ঘুষ আদায়ের জন্য ব্যক্তিগত চারজন লোক নিয়োগ দিয়েছেন। যারা আগে ঘুষ নেন কিন্তু কর্মকর্তারা আমাদের ফাইল আটকে রাখেন। এতে করে বিভিন্ন মালামাল কারখানায় সরবরাহ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকা বলেন, আমি ঊর্ধŸতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারব না। তবে আমার বিরুদ্ধে ব্যবসায়ীরা যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি অনৈতিকভাবে আমি এক গ্লাস পানিও খাই না।


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল